Online এ ভর্তির সময় নিম্নলিখিত তথ্য সাথে থাকতে হবে।

১। শিক্ষার্থীর অনলাইন ভর্তি আবেদন ফরম (Applicant's Copy)।

২। অনলাইন ফলাফল কপি।

৩। শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৪। পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্য়ায়িত ফটোকপি।(মূল কপি অবশ্য়ই সাথে আনতে হবে)

৫। পূর্ববর্তী বিদ্য়ালয়ের ছাড়পত্র(TC)

৬। শিক্ষার্থীর জন্ম সনদের মূলকপি ও সত্য়ায়িত ফটোকপি।


Online ভর্তির নিয়মাবলী :


Online ভর্তির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের  website: www.nggchapai.edu.bd তে গিয়ে ‘Online Admission 2024’ Menu Select করতে হবে। এর পর Details বাটনে ক্লিক করতে হবে। এরপর বিস্তারিত তথ্য পড়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।


অথবা সরাসরি Apply Now বাটনে ক্লিক করুন।


Step One: এ পর্যায়ে BRCN [জন্ম নিবন্ধন নম্বর] দিলে শিক্ষার্থীর নাম দেখাবে এরপর Submit বাটনে ক্লিক করুন, একটি Application Form পাবেন।এ পর্যায়ে একটি ভর্তি ফরম পাওয়া যাবে, ফরমে লাল তারকা (*) চিহ্নিত Field গুলি অবশ্যই পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে Next বাটনে Click করলে পূরণকৃত তথ্যগুলি দেখতে পাবেন।


পূরণকৃত তথ্য পুনরায় পর্যবেক্ষণ পূর্বক Next বাটনে Click করতে হবে। কোন সংশোধন থাকলে Edit করে তারপর Next বাটনে Click করতে হবে। এরপর Submit  বাটনে ক্লিক করতে হবে।

Final Submit বাটনে ক্লিক করলে একটি SMS পাবেন।


ভর্তি ফি পরিশোধঃ-

NAGAD (নগদ) এর মাধ্যমে ভর্তি ফি জমা দিতে হবে।


নগদ App Open করুন


১ম ধাপ - বিল পে Option এ ক্লিক করুন।


২য় ধাপ - যে প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে চান সেটির বিলার নাম্বার (1161) লিখুন এবং প্রতিষ্ঠানটি সিলেক্ট করুন।


৩য় ধাপ - শিক্ষার্থীর SMS এ প্রাপ্ত StudentID ইনপুট করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন। এখন ভর্তি ফি কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে সেই পরিমান টাকা দেখা যাবে এরপর আবার পরবর্তী বাটনে ক্লিক করুন। নগদ এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।


আপনার ভর্তি ফি পরিশোধ সফল হলে এ পর্যায়ে আপনি ফি পরিশোধের একটি Transaction ID পাবেন।


Applicant Copy: Applicant Copy তে ক্লিক করে সেখানে SMS এ প্রাপ্ত StudentID এবং TxnID বসিয়ে Applicant Copy Print করতে পারবেন।

Final Submit  করার পর কোন তথ্য সংশোধন করা যাবে না।

Submit করার পর Applicant Copy প্রিন্ট করুন এবং প্রতিষ্ঠানের নির্দেশনা মোতাবেক জমা দিন এবং আপনার ভর্তি নিশ্চিত করুন।