রকেট অ্যাপসের মাধ্যম বেতন পরিশোধের নিয়ম:
১. প্রথমে রকেট অ্যাপসটি চালু করুন।
২. Bill Pay ক্লিক করুন।
৩. Search Biller অপশনে 5375 টাইপ করুন অথবা Category থেকে Nawabganj Govt. Girls High School সিলেক্ট করুন।
৪. Student ID-তে শিক্ষার্থীর আইডি বসাতে হবে।
৫. Self (আবেদনকারী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশাধের জন্য)
অথবা
Other (Agent) বা অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে আবেদনকারীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।
৬. VALIDATE এ ক্লিক করলে Info-তে Student Name এবং Amount দেখতে পাবেন। Ok-তে ক্লিক করুন।
৭. Rocket Account এর Pin দিন এবং Confirm করুন।